Posts Tagged ‘বৃষ্টি’

বৃষ্টি

Posted: জুলাই 21, 2018 in ছন্দের কারিকুরি
ট্যাগসমূহ:,

বৃষ্টি তোর প্রতি ফোঁটায় আদিম সে সুর বাজে
বৃষ্টি তুই আসিস যখন মন লাগেনা কাজে
বৃষ্টি তোকে দিতে পারি আমার সবকিছু
বৃষ্টি আমার স্মৃতি হাঁটে তোরই পিছুপিছু
বৃষ্টি আমার চিতার ‘পরে ঝরিস এমন করে
শরীর জুড়াক, মন তো আমার কবেই গেছে পুড়ে ……।

মন খারাপের ধূসর রঙা বিকেলবেলা
আজ আকাশে চলছে শুধু মেঘের খেলা
সেই যে চুমু প্রথম পাওয়া তোমার কাছে
এই বুঝি কেউ, মেঘলা স্বপন, দেখলো পাছে
চকিত নয়ন, স্খলিত বসন, চমকে ওঠা
মনের মাঝে দাগ কেটে যায় আলুথালু বৃষ্টি ফোঁটা।

ইচ্ছেপূরণ, মনের ভিতর, বৃষ্টি ফোঁটা
আল্‌পনা দ্যায়, আরশি আকাশ, সত্যি ওটা?
দাওয়ায় জমা জলের ছায়া, টুক্‌রো স্বপন
আলতো আভা, আদর করে, করছে দ্যাখো, বীজ বপন।
শিরশিরানি, হঠাৎ হাওয়া, আনমনা মন, হৃদয়পুর
মেঘমল্লার, উঠছে বেজে, তবুও তুমি অনেকদূর।

বৃষ্টি – বেলা  মনখারাপের ধূসর-  রঙা  দুপুর

আকাশ আমায় ডাক দিয়ে যায়, ভেজা উপুড় – চুপুড়

রামধনু রঙ বৃষ্টি -ফোঁটা , কল্প আলোর রেশ

মন-ভেজানো স্মৃতি  আমার কোন সুদূরের দেশ

~~~
জলকে এলি ? তুই বুঝি আজ ? অনেকদিনের পর

বাঁধভাঙা প্রেম বৃষ্টি মাখুক , ভাঙলে ভাঙুক ঘর

তুই তো জানিস বৃষ্টি -বঁধু , ইচ্ছে গহীন কোণ

হৃদয় -খোঁড়া , টাপুর-টুপুর মনের আওয়াজ শোন্‌

“লেখালেখি” ওয়েবজিন , আষাঢ় ১৪২১ সংখ্যায় প্রকাশিত

ঠিক তেমনি বৃষ্টি ঝরে আজও…।
জলের আবছা ধোঁয়ায় সেদিন অস্পষ্ট সব রেখা
দু-হাত ছড়ানো তোমার সিল্যুয়েট……তুমি একা ।

বৃষ্টি হলেই হৃদয়-খুঁড়ি , বৃষ্টি হলেই তুমি
বৃষ্টি আমার ইচ্ছে -ডানা, অনেক নিচে জমি ।
অন্ধকারে গান হয়ে যায় ,সুরের অলিগলি
বৃষ্টি-বেড়ি, অমোঘ শিকল, স্মৃতির ওপর পলি ।

আজও যখন তেমনি করে আকাশে মেঘ করে
বর্শা-সম বৃষ্টি ফলা বুকের মাঝে ঝরে।